বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

বিহারের সেই স্কুল শিক্ষিকা গ্রেফতার

ভারতের বিহারের একটি স্কুলে সরবরাহ করা বিনামূল্যে খাবার খেয়ে ২৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসি জানায়, গতকাল বিহার থেকে মিনা দেবী নামক ওই শিক্ষিকা আত্দসমর্পণ করলে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে তিনি আত্দগোপনে ছিলেন। বিহারে গত সপ্তাহে একটি স্কুল কর্তৃপক্ষের সরবরাহ করা খিচুড়ি খেয়ে সব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ২৩ জনকে মৃত ঘোষণা করেন। ওই খিচুড়ি পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা জানান, তাতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক পাওয়া গেছে। পুলিশ জানায়, কীভাবে ওই খিচুড়িতে কীটনাশক এলো সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিনা দেবীর কাছে থাকতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর