রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

মিশরের সংকট সমাধানে আমেরিকা ও ইইউ\\\'র উদ্যোগ

মিশরের সংকট সমাধানে আমেরিকা ও ইইউ\\\'র উদ্যোগ

আমেরিকা আর ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকরা অন্তর্বর্তী সরকার আর মুসলিম ব্রাদারহুডের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে তারা চেষ্টা করছেন।
 

আমেরিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পরপরই মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর আর পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত বের্নার্দিনো লিও ছিলেন।
 

ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও, মিশরে আশাবাদ তৈরি হয়েছে যে, এই আলোচনা সেখানে সংঘাত বন্ধে সহায়তা করবে। মিশরে এই আলোচনা এমন সময়ে শুরু হলো, যখন মোহাম্মদ মুরসির সমর্থকদের কায়রোয় অবস্থান কর্মসূচি নিয়ে সেখানে উদ্বেগ বাড়ছে।
 

সর্বশেষ খবর