আমেরিকা আর ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকরা অন্তর্বর্তী সরকার আর মুসলিম ব্রাদারহুডের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে তারা চেষ্টা করছেন।
আমেরিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পরপরই মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর আর পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত বের্নার্দিনো লিও ছিলেন।