রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে নিহত ৩৪

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে নিহত ৩৪

পাকিস্তানে গতকাল প্রবল মৌসুমি বৃষ্টিপাতজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
 

বেলুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী কামার মাসুদ জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতজনিত কয়েকটি দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। বেলুচিস্তানের ঝল মাগসি, হাব, নাসিরাবাদ, জাফ্ফরাবাদ, সিবি, বোলান ও অপর কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলেও জানান তিনি।
 

দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে বৃষ্টিজনিত কয়েকটি দুর্ঘটনায় চারটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়। প্রবল বৃষ্টিপাতের পর করাচির বেশ কয়েকটি আন্ডারপাস পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রাস্তায় জমে যাওয়া পানিতে যানবাহন আটকা পড়ে অচলাবস্থা তৈরি হয়েছে।
 

বৃষ্টিপাতে সৃষ্ট দূর্যোগের কারণে হায়দারাবাদ শহরে বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাত না কমলে উদ্ধার ও ত্রাণ কাজের জন্য সেনাবাহিনী তলব করার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন হায়দারাবাদের প্রশাসক বরকত রিজভি।
 

উত্তর ওয়াজিরিস্তানে প্রবল বৃষ্টিপাতে ১শ’ ২০ বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ে মুখপাত্র লতিফুর রেহমান।
 

পাকিস্তান আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায়ও দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর