রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

বোস্টন গ্লোবের মালিকানা বিক্রিতে বাধ্য হলো নিউইয়র্ক টাইমস

বোস্টন গ্লোবের মালিকানা বিক্রিতে বাধ্য হলো নিউইয়র্ক টাইমস

নিউইয়র্ক টাইমস গ্রুপ বেঁচে দিতে বাধ্য হলো শতবর্ষের পুরনো 'বোস্টন গ্লোব' পত্রিকার মালিকানা। মূলত অনলাইনের মিডিয়ার দাপটের কাছে পরাজিত হল নিউইয়র্ক টাইমস গ্রুপ।
 

পাশাপাশি নিউ ইংল্যান্ডে অবস্থিত অন্যান্য প্রকাশনাও বিক্রি করার ঘোষণা দিয়েছে বিশ্বের নামকরা এ মিডিয়া গ্রুপটি।
 

বিশ্লেষকরা ধারণা করছেন, মূলত ইন্টারনেট ভিত্তিক পত্রিকার দাপটের মুখে প্রিন্ট এডিশনের কাটতি হ্রাস এবং একইসঙ্গে বিজ্ঞাপন বাবদ আয় কমে যাওয়ার কারণেই টাইমস গ্রুপ পত্রিকাটিকে বিক্রি করতে বাধ্য হয়েছে।
 

টাইমস গ্রুপের মুখপাত্র ইলেন মারফি হাতবদলের বিষয়টি নিশ্চিত করে বলেন, পত্রিকাটির জন্য হেনরি সাত কোটি ডলার দিতে রাজি হয়েছেন।
 

মেজর লিগ বেসবলের খ্যাতনামা দল বোস্টন রেড সক্সের মালিক জন ডব্লিউ হেনরি মাত্র সাত কোটি ডলারে কিনে নেন পত্রিকাটিকে।

সর্বশেষ খবর