শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

লাদেনের তথ্যদাতা সেই ডাক্তারের দণ্ড বাতিল

লাদেনের তথ্যদাতা সেই ডাক্তারের দণ্ড বাতিল

সিআইএকে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের গোপন অবস্থানের তথ্য সরবরাহকারী শাকিল আফ্রিদির ৩৩ বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন দেশটির আদালত। রায় বাতিলের পর মামলার কার্যক্রম পুনরায় চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের ফ্রন্টিয়ার ক্রাইম রেগুলেশনের (এফসিআর) একজন বিচারবিভাগীয় কর্মকর্তা গতকাল জানান, মামলাটি পরিচালনা এবং রায় ঘোষণার ক্ষেত্রে আদালতের যে সীমারেখা ছিল তা অতিক্রম করা হয়েছে। তাই মামলার রায়টি বাতিল করা হয়েছে। আগের রায়টি ম্যাজিস্ট্রেটের সমকক্ষীয় একজন কর্মকর্তা ঘোষণা করেছিলেন। চিকিৎসক শাকিল আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ, তিনি টিকা কার্যক্রমের নামে বিন লাদেনের গোপন অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন এবং সেই তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে সরবরাহ করেছিলেন। ডন।

 

 

সর্বশেষ খবর