শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

সক্রিয় ৬৫ সন্ত্রাসবাদী সংগঠন

ভারতে ৬৫টি সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে। এই তথ্য জানিয়েছে খোদ সরকার। মণিপুরেই সক্রিয় অন্তত ৩৪টি গোষ্ঠী। মঙ্গলবার লোকসভায় লিখিতভাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী আর পি এন সিং। মন্ত্রী বলেন, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই সব সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিদেশ থেকে বিশেষত পাকিস্তান থেকে আর্থিক সাহায্য ও অস্ত্র প্রশিক্ষণ পেয়ে থাকে। আর পি এন সিং জানিয়েছেন, এ মুহূর্তে জম্মু ও কাশ্মীরে লস্কর-ই-তৈয়্যবা, হিজাবুল মুজাহিদিন, জয়শ-ই-মহম্মদ, হরকাত-ই-মুজাহিদিন এবং আল বদর নামের সন্ত্রাসবাদী সংগঠনগুলো সক্রিয়। এ পর্যন্ত সন্ত্রাসবাদীদের ৪৫টি শাখা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। অনলাইন।

সর্বশেষ খবর