শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক ধরতে অভিযান

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক ধরতে অভিযান

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে বসবাসকারী শ্রমিকদের ধরতে বড় ধরনের অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এ অভিযান আগামি রবিবার থেকে শুরু হবে।
 

এজন্য পুলিশসহ অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।  উদ্দেশ্য মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার করে  নিজ দেশে ফেরত পাঠানো।
 

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে রাজধানী শহর কুয়ালা লামপুর, সেলাংগর, পেনাং সহ শ্রমিকপ্রধান এলাকাগুলোতে এই অভিযান হবে।
 

তারা বলছেন, মালয়েশিয়ায় এটাই সাম্প্রতিক সময়ের অবৈধ শ্রমিক ধরার সবচাইতে বড় অভিযান।
 

অন্যদিকে মালয়েশিয়াভিত্তিক গবেষণা সংস্থা ক্যারাম এশিয়া জানিয়েছে দেশটিতে অবৈধ শ্রমিকদের মধ্যে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার লোকদের সংখ্যাই বেশি। এই অভিযানে এ দুটি দেশের শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
 

অবৈধ যেসব শ্রমিক গত বছর সুযোগ পেয়েও বৈধ হতে পারেন নি তাদেরও অবৈধ বিবেচনায় গ্রেপ্তার করা হতে পারে। সেক্ষেত্রে তারা আর কাজের সুযোগ পাবেন না এখানে। 

সর্বশেষ খবর