শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

পরমাণু অস্ত্র তৈরি করবে না ইরান

আগামী সপ্তাহে নিউইয়র্কে যাবেন প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের কোনো পরিকল্পনা কখনো ছিল না। মার্কিন সংবাদ সংস্থা এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতা করার সব রকম এখতিয়ার রয়েছে। সাক্ষাৎকারে ড. রুহানি আরও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় পূর্ণ কর্তৃত্ব নিয়েই আলোচনায় বসবে তার সরকার। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম কোনো পশ্চিমা সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিলেন তিনি। রুহানি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে বেসামরিক পরমাণু কর্মসূচি পরিচালনার যে অধিকার স্বীকৃত রয়েছে তার চেয়ে বেশি কিছুই চায় না ইরান। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার কাছ থেকে পাওয়া একটি চিঠির বর্ণনা দিয়ে তিনি বলেন, চিঠির বিষয়বস্তু ছিল খুবই ইতিবাচক ও গঠনমূলক। এ সময় তিনি ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে বেশ খোলামেলা আলাপ করেন। পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য প্রেসিডেন্ট হিসেবে তার পূর্ণ এখতিয়ার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন প্রেসিডেন্ট রুহানি। গত জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে তার প্রথম নিউইয়র্ক সফর। প্রসঙ্গত, ইরান তার পরমাণু কর্মসূচির কারণে বর্তমানে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। যদিও দেশটির দাবি পুরোপুরি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য তারা ইউরেনিয়াম মজুদ করছে। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ধারণা পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে। এর আগে ইরান ১১ জন রাজবন্দীকে (৮ জন নারী ও ৩ জন পুরুষ) মুক্তি দেয়। এএফপি।

সর্বশেষ খবর