শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

ফটোসাংবাদিক গণধর্ষণ মামলার চার্জশিট

দিলি্ল গণধর্ষণের সাজা ঘোষণার পর মুম্বাইয়ের চিত্রসাংবাদিক গণধর্ষণের ঘটনায়ও অভিযুক্তদের দ্রুত বিচার চায় নগরবাসী। সেই চাপের কাছে নতি স্বীকার করেই গতকাল এ মামলার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ।

গণধর্ষণকাণ্ডে পাঁচ অভিযুক্তের মধ্যে চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি (গণধর্ষণ), ৩৭৭ (অস্বাভাবিক অপরাধ), ২০১ (প্রমাণ লোপাট), ১২০ বি (ষড়যন্ত্র) ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন সেলিম আনসারি, বিজয় যাদব, মহম্মদ কাসিম হাফিজ শেখ ওরফে কাসিম বেঙ্গলি ও সিরাজ রেহমান খান। অভিযুক্ত আরেক নাবালকের বিরুদ্ধে আগেই জুভেনাইল কোর্টে চার্জশিট পেশ করা হয়েছে।

উল্লেখ্য, ২২ আগস্ট রাত ৮টা নাগাদ মুম্বাইয়ের পারলের মহালক্ষ্মী স্টেশনের কাছে শক্তি মিল কম্পাউন্ডে গণধর্ষণের শিকার হন ইংরেজি ম্যাগাজিনের ২২ বছরের এক চিত্রসাংবাদিক। মারধর করা হয় তাকে ও তার পুরুষ বন্ধুকে। এর পরই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয় মুম্বাইয়ের যশলোক হাসপাতালে। চিকিৎসার পর ২৮ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

সর্বশেষ খবর