শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

রাসায়নিক অস্ত্রের তথ্য জমা দিয়েছে সিরিয়া

রাসায়নিক অস্ত্রের তথ্য জমা দিয়েছে সিরিয়া

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (অরগানাইজেশন অব প্রহিবিশন ক্যামিক্যাল উইপনস- ওপিসিডব্লিউ) কাছে তথ্য জমা দিয়েছে সিরিয়া। আমেরিকা-রাশিয়া চুক্তি বাস্তবায়ন করতেই তাদের কাছে থাকা রাসায়নিক অস্ত্রের তথ্য জমা দেয়া হচ্ছে বলে জানিয়েছে দামেস্ক।

জানা যায়, হেগভিত্তিক ওপিসিডব্লিউ সিরিয়ার কাছে থাকা রাসায়নিক অস্ত্রের আরো তথ্য চায়। সংগঠনটির মুখপাত্র দামেস্কের কাছ থেকে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তথ্যের অংশবিশেষ পেয়েছি। তবে আমরা আরো তথ্য পাওয়ার আশা করছি।

অপরদিকে রাসায়নিক অস্ত্রের তথ্য জমা দেয়ার বিষয়টি জাতিসংঘও নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর