শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

পৃথিবীর প্রাচীনতম ধূমকেতু মিসরে

প্রায় তিন কোটি বছর আগে মিসরে একটি ধূমকেতু আছড়ে পড়েছিল। ওই বিস্ফোরণের ফলে মরুভূমির তাপমাত্রা দুই হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। বালি গলে তৈরি হয়েছিল হলুদ কাচ। সেই ধূমকেতুর একটি অংশ খুঁজে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। তাদের দাবি, এটিই এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীনতম ধূমকেতুর নিদর্শন। কালো হিরের মতো দেখতে এই বস্তুটি আদতে একটি ধূমকেতুর অংশ, যা পৃথিবীতে আছড়ে পড়েছিল ২ কোটি ৮০ লাখ বছর আগে। সেই অভিঘাতে মিসরের মরুভূমি গলে সৃষ্টি হয় প্রচুর হলুদ কাচ। সাহারা মরুভূমিতে প্রায় ছয় হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে সেই হলুদ সিলিকা। মিসরেরই এক ভূতত্ত্ববিদ ধূমকেতুর অংশটি আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা এর নাম রেখেছেন হাইপ্যাশিয়া। হাইপ্যাশিয়া ছিলেন মিসরের এক বিদুষী মহিলা। যিনি একাধারে জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক। অনলাইন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর