সোমবার, ৪ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

মঙ্গল অভিযানে ভারতের কাউন্টডাউন শুরু

ভারতের মঙ্গল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি বা কাউন্টডাউন শুরু হয়েছে। অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা উৎক্ষেপণ থেকে মঙ্গল অভিযানের এ রকেট ছোড়া হবে। দেশটির স্থানীয় সময় গতকাল সকাল ৬টা ৮ মিনিটে এ কাউন্টডাউন শুরু হয়েছে। আগামীকাল বেলা ২টা ৩৮ মিনিট নাগাত রকেটটি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মঙ্গল অভিযানের এ প্রকল্প বাবদ ভারতের ৪৩০ কোটি রুপি অর্থ খরচের পাশাপাশি সময় ব্যয় হয়েছে ১৫ মাস। চালকহীন যে অনুসন্ধানী মহাকাশযান মঙ্গলের কক্ষপথ প্রদক্ষিণ করবে তার ওজন ১.৩৫ টন এবং ভারতে নির্মিত পোলার স্যাটেলাই লাঞ্চ ভেহিকেল (পিএসএলভি-সি২৩) একে মহাশূন্যে বহন করে নিয়ে যাবে। ভারতের মঙ্গল অভিযানের এ প্রকল্পকে মার্চ অরবিটাল মিশন-এমওএম নামে অভিহিত করা হচ্ছে।

পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ২০ কোটি কিলোমিটার এবং লোহিত গ্রহ হিসেবে খ্যাত মঙ্গলে সফল অভিযান চালাতে পারলে ভারত হবে এক্ষেত্রে এশিয়ার প্রথম দেশ। এর আগে চীনের মঙ্গল অভিযান ব্যর্থ হয়েছিল। ওয়েবসাইট।

সর্বশেষ খবর