বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

বৈরুতে ইরানি দূতাবাসের সামনে হামলায় নিহত ১৭

বৈরুতে ইরানি দূতাবাসের সামনে হামলায় নিহত ১৭

লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। পরপর দুটি বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে রাজধানীর দক্ষিণাঞ্চলে অবস্থিত ইরানি দূতাবাসের কাছে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ইরানি দূতাবাসের একজন কর্মকর্তাও রয়েছেন।

হামলাটি গাড়িবোমা না রকেটের মাধ্যমে চালানো হয়েছে তা স্পষ্ট করে জানায়নি গণমাধ্যমগুলো। হামলায় আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। টেলিভিশন চ্যানেলগুলোতেও অগি্নদগ্ধ গাড়ি, রাস্তায় পড়ে থাকা লাশ ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ছবি দেখা গেছে। প্রসঙ্গত, বৈরুতের দক্ষিণাঞ্চলে শিয়া যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ বেশ শক্তিশালী। আর ইরান হিজবুল্লাহর অন্যতম পৃষ্ঠপোষক। হিজবুল্লাহর যোদ্ধারা সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে লড়াই চালিয়ে আসছে। এ জন্য সিরিয়ার বিদ্রোহীদের তোপের মুখে রয়েছে হিজবুল্লাহ ও ইরান। আর সিরীয় গৃহযুদ্ধের অাঁচ লেবাননে কিছুটা হলেও পড়েছে। এর আগে গত ১৫ আগস্ট বৈরুতের একই এলাকায় আরেকটি গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত হয়েছিল। বিবিসি, আল-জাজিরা।

 

 

সর্বশেষ খবর