শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

গণপরিষদ ভোটে এগিয়ে নেপালি কংগ্রেস

গণপরিষদ ভোটে এগিয়ে নেপালি কংগ্রেস

নেপালের গণপরিষদ নির্বাচনের ভোটে এগিয়ে নেপালি কংগ্রেস। মাওবাদী নেতা পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড ‘কাঠমান্ডু ১০’ কেন্দ্রে নেপালি কংগ্রেস প্রার্থী রাজন কে সি-র কাছে পরাস্ত হয়েছেন। পাশাপাশি, ‘কাঠমান্ডু ১’ কেন্দ্রে প্রচণ্ডের মেয়ে রেনু দহাল পরাজিত হয়েছেন নেপালি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রকাশ মানসিংহের কাছে। গণপরিষদ নির্বাচনে বিপর্যয়ের মুখে সংযুক্ত সিপিএন (ইউনিফায়েড কমিউনিস্ট পার্টি অব নেপাল)-মাওবাদী জোট। এখনো পর্যন্ত গণপরিষদ নির্বাচনে ছ’টি আসন দখল করেছে নেপালি কংগ্রেস। সিপিএন-ইউএমএল পেয়েছে পাঁচটি আসন।

আর নির্বাচনে বিপর্যয়ের আভাস পেয়েই হুঙ্কার ছেড়েছেন প্রচণ্ড। বলেছেন, ভোটগণনা স্থগিত করতে হবে। কারণ, ভোটের সময় ‘চক্রান্ত’ হয়েছে। পার্লামেন্ট বয়কটেরও ডাক দিয়েছেন তিনি। নেপালের মাওবাদীদের এই নয়া হুমকির পরিপ্রেক্ষিতে নেপালে ফের রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হতে চলেছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ‘কাঠমান্ডু ১০’ কেন্দ্রে প্রচণ্ডকে ২০ হাজার ৩৯২ ভোটে পরাজিত করেছেন নেপালি কংগ্রেস প্রার্থী রাজন কে সি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর