শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

বারলুসকোনি বহিষ্কার পার্লামেন্ট থেকে

বারলুসকোনি বহিষ্কার পার্লামেন্ট থেকে

কর জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে। দেশটির সিনেট ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। বুধবার এ বিষয়ে সিনেটে ভোট অনুষ্ঠিত হয়। ২০ বছরের বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন কাটিয়েছেন বারলুসকোনি। সিনেটের এ বহিষ্কারের সিদ্ধান্তে তার যেন পতন ঘটে গেল। এ ঘটনায় বিচার থেকে অব্যাহতি লাভের সুযোগও আর নেই তার, ফলে তার বিরুদ্ধে দায়ের করা অন্য মামলায় যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি। রোমে বাসার সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বারলুসকোনি বলেন, এটা গণতন্ত্রের জন্য শোকাবহ দিন। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতাই আমার মতো নিগ্রহ সহ্য করেনি। বিবিসি।

 

 

সর্বশেষ খবর