শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

মিশর থেকে দেশে ফিরেছেন বহিষ্কৃত তুর্কি রাষ্ট্রদূত

মিশর থেকে দেশে ফিরেছেন বহিষ্কৃত তুর্কি রাষ্ট্রদূত

মিশর থেকে দেশে ফিরেছেন তুরস্কের বহিষ্কৃত রাষ্ট্রদূত হোসেইনি আভনি বোতসালি। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন, 'তিনি মিশরের রাজধানী কায়রো থেকে ইস্তাম্বুল ফিরে আসেন'। 

মিশর ও তুরস্কের মধ্যে কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়ার পর তাকে মিশর সরকার অপ্রয়োজনীয় ব্যক্তি বলে ঘোষণা করে এবং কায়রো থেকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। 

গত ২১ নভেম্বর তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান নতুন করে মিশরের সামরিক অভ্যুত্থানের সমালোচনা করার পর এ কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়।  গত ৩ জুলাইয়ের ওই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।

উল্লেখ্য, তুর্কি প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর মিশর ও তুরস্কের মধ্যে কূটনৈতিক তিক্ততা সৃষ্টি হয় এবং একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

সর্বশেষ খবর