মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

প্রেসিডেন্ট আসাদ যুদ্ধাপরাধী: জাতিসংঘ

প্রেসিডেন্ট আসাদ যুদ্ধাপরাধী: জাতিসংঘ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ আনলো জাতিসংঘ। মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, সিরিয়ায় উচ্চ মাত্রায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছেন তারা।

তদন্ত করে, সিরিয়ায় যুদ্ধাপরাধীদের একটি তালিকা প্রস্তুত করার কথা জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে, এই টানা সাংঘর্ষিক পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মারাত্মকভাবে। অভিযুক্তদের তালিকায় দেশটির সরকার ও সেনাবাহিনীর হর্তাকর্তারা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অপরাধীর তালিকায় রয়েছে আসাদবিরোধীরাও। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী এসব অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির দারস্থ হতে পারে কমিশন। তবে, সিরিয়া আইসিসির সদস্য না হওয়ায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে শুরু করতে হবে এ বিচারকাজ।

এদিকে, নাভি পিল্লাইয়ের তদন্ত আর যুদ্ধাপরাধের দাবিকে গুরুত্বহীন বলে মনে করছে আসাদ সরকার।

সর্বশেষ খবর