শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘর্ষের পর ফরাসি সেনা মোতায়েন

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ভয়াবহ সংঘর্ষের পর শনিবার ফরাসি সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে আফ্রিকান ইউনিয়ন দেশটিতে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা নির্মূলে সেখানে তাদের সেনা সংখ্যা প্রায় দ্বিগুণ করার কথা জানিয়েছে। দেশের পশ্চিমাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত বোয়ার শহরে প্রায় ২০০ ফরাসি সৈন্যের উপস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা হর্ন বাজিয়ে ও নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন। গত মার্চের বিদ্রোহে সরকারের পতনের পর মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘর্ষ বেধে যায়। গত কয়েক মাসের সহিংসতায় উদ্বিগ্ন বাসিন্দারা আনন্দে উদ্বেলিত হয়ে বলেন, 'আপনাদের ধন্যবাদ, আমাদের বাঁচান!' এদিকে গত বৃহস্পতিবার রাজধানী বাংগুইতে সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিচেল দোতোদিয়া নিহতদের স্মরণে গতকাল থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি রেডিওতে এক ভাষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে জনগণকে স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানিয়েছেন। এএফপি।

সর্বশেষ খবর