শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

আটক মুরসিপন্থি নারীদের মুক্তি

মিশরে ক্ষমতাচ্যুত মুরসিপন্থি ২১ নারী বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছেন সে দেশের আদালত। এদের মধ্যে ১৪ জনকে গত মাসে ১১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার তাদের সাজা স্থগিত করে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এক আপিলের ভিত্তিতে আদালত তাদেরকে মুক্ত করে দেয়। মুক্তিপ্রাপ্ত ২১ জনের মধ্যে সাত জন কিশোরী রয়েছেন। বাকি ১৪ নারীর অধিকাংশেরই বয়স বিশের কোঠায়। গত ৩১ অক্টোবরের বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদেরকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাকি সাত কিশোরীকে ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। দেশটিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুক্তির দাবিতে তারা ওই বিক্ষোভে অংশ নিয়েছিল। ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর