শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিতর্কিত জলসীমায় চীনা জাহাজ

উত্তেজনা সত্ত্বেও জাপান নিয়ন্ত্রিত পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জে গতকাল চীনের তিনটি জাহাজ প্রবেশ করেছে। জাপানি উপকূল রক্ষীরা এ কথা জানিয়েছে। সাগরের ওপর চীন বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ঘোষণার পর এই প্রথম জাহাজ তিনটি প্রবেশ করল। গত ২৩ নভেম্বর চীন তার আকাশ প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করে। সূত্রমতে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে জাপানের সেনকাকু নামে পরিচিত দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল পানি সীমায় জাহাজগুলো প্রবেশ করে। দ্বীপপুঞ্জটি চীনে দাইয়ুস নামে পরিচিত। চীন ও জাপান উভয় দেশ দ্বীপপুঞ্জটির দাবি করে আসছে। এএফপি।

সর্বশেষ খবর