শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

'ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতিই সমাধান'

ইরানের সঙ্গে পরমাণু কূটনীতির পক্ষেই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার চেয়ে কূটনৈতিক পথে এগোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বৃহত্তর শান্তি অর্জিত হতে পারে। শনিবার ব্রুকিং ইনস্টিটিউশনের এক ফোরামে বক্তৃতা করার সময় ওবামা এসব কথা বলেন। এ সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মধ্যে কিছু দূরত্বের কথাও তুলে ধরেন। এ সম্পর্কে ওবামা বলেন, তেহরানের কোনো রাজনৈতিক পক্ষ পরমাণু কর্মসূচির একটা মর্যদাপূর্ণ সমাধান ছাড়া অন্য কিছু মানবে না। আল-জাজিরা।

সর্বশেষ খবর