শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা দিলেন ইংলাক

সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা দিলেন ইংলাক

রাজধানী ব্যাংককে অব্যাহত বিক্ষোভ ও গতকাল রবিবার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর চলমান সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

আজ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি ভাষণে ইংলাক বলেন, যেহেতু অনেক মানুষই বিভিন্ন পক্ষ হয়ে সরকারের বিরোধিতা করছে, সেহেতু এখন থাই জনগণকেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো সর্বোচ্চ পন্থা এবং এ জন্য নির্বাচন সম্পন্ন করা। থাই জনগণই (নির্বাচনের মাধ্যমে) পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিক্ষোভকারী দলের প্রধান ও সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থাউগসুবান বলেন, আন্দোলন চলবে। থাকসিন সরকারের মূলোৎপাটন করাই আমাদের উদ্দেশ্য।

 

সর্বশেষ খবর