শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

নির্বাচনে অংশ নেবেন ইংলাক

নির্বাচনে অংশ নেবেন ইংলাক

থাইল্যান্ডের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা অংশ নেবেন বলে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার থাই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইংলাক। আর এরপরই তার দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ইংলাকের পুয়ে থাই পার্টির প্রধান জারুপং রুয়াঙ্গসুয়ান বলেন, 'তিনি (ইংলাক) নিশ্চিতভাবেই নির্বাচনে অংশ নেবেন। দলের সঙ্গে তিনি কঠোর পরিশ্রম করেছেন। আমরা আত্মবিশ্বাসী, আর এ কারণেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছি। আমরা চাই ডেমোক্রেটিক পার্টি রাস্তার খেলা বাদ দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে।'

এদিকে আন্দোলনকারীরা 'অনির্বাচিত সরকার' দেশটির শাসন ভার গ্রহণ করুক, এই দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
 

সর্বশেষ খবর