শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

ইরাকের রাজধানী বাগদাদে সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে আসাদের ওপর আত্দঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৩৬ জন। সেনা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সরকারকে সাহায্য করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য হতাহতরা ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। বাগদাদ সিকিউরিটি অপারেশন সেন্টারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বলেন, মুথান্না এয়ার ফিল্ডে জড়ো হওয়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে আত্দঘাতী বোমা হামলাকারী ওই হামলা চালায়। সেনাবাহিনী রাজধানীর ছোট্ট এই এয়ার ফিল্ডটি নিজেদের কাজে ব্যবহার করে থাকে। যদিও সাদ মান মৃতের সংখ্যা ২২ বলেছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মর্গের রেকর্ডে ২৩টি মৃতদেহের উল্লেখ আছে। তাৎক্ষণিকভাবে কেউই এ হামলার দায় স্বীকার করেনি। এএফপি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর