শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

অবসরপ্রাপ্ত কর্নেলের গাড়িতেই বাড়ি!

অবসরপ্রাপ্ত কর্নেলের গাড়িতেই বাড়ি!

দেশের হয়ে বিশ্বে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছেন। প্রাণকে হাতের মুঠোয় নিয়ে ৩০ বছর ধরে কর্মরত ছিলেন সামরিক বাহিনীতে। অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন কর্নেল পদমর্যাদা। কিন্তু পদ দিয়ে তো পেটের দায় মেটে না। প্রয়োজন অর্থের। অবসর নেওয়ার পর থেকে অর্থাভাবে কাটছে যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক কর্মকর্তা রবার্ট ফ্রেনিয়ার দিন-রাত। ৫৯ বছর বয়সী রবার্ট ফ্রেনিয়ার বিমান বাহিনী থেকে অবসর নেওয়ার পর হয়ে পড়েন বেকার। অবসরের পর তিনি অসংখ্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছেন। বাদ পড়েনি গ্রন্থাগারও। জীবন-বৃত্তান্তে বিখ্যাত ব্যক্তিদের বরাত থাকলেও চাকরি মেলেনি তিনটি গ্রাজুয়েটধারী রবার্টের। আজ তাকে থাকতে হচ্ছে রাস্তায়, বাড়ি-ঘর বলতে তার এখন একটি মিনিভ্যান। পেনসিলভেনিয়ার রাস্তায় রাস্তায় কাটে তার দিন-রাত। ভবঘুরে দেখে লোকজন তাকে প্রশ্ন করেন, তুমি দারোয়ানের চাকরিও পাওনি? নরম সুরে তার উত্তর, 'চেষ্টা করেছি।' ২০১২ সালের পর থেকে নিয়মিত কোনো চাকরি নেই তার। সে সময় থেকে চুক্তিতে কোনো ?কাজ পেলে তা করেন। পেনশন হিসেবে বাৎসরিক যে ৪০ হাজার মার্কিন ডলার পান তা দেনা পরিশোধ করতেই শেষ হয়ে যায়। দুই বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কষ্টটা আরেকটু বেশি হয়ে গেছে তার। মাঝে মাঝে হোটেলে তার রাত কাটে, আবার কখনো ঘনিষ্ঠজনের বাসায়। ২০০০ সাল থেকে পেন্টাগনে যোগ দেন তিনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার সময় তিনি ওই ভবনে ছিলেন। এএফপি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর