শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী ওবামা

পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণের চুক্তি ভঙ্গ করলে ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সিনেটের অর্ধেকের বেশি সদস্য। এমন একটি বিলে তারা সমর্থন করেছেন বলেও সিনেটের সংশ্লিষ্টসূত্র বৃহস্পতিবার জানিয়েছে। তবে এই বিষয়ে এখনই বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা তাদের নেই। এদিকে হোয়াইট হাউস ইরানের এ ধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে। উত্তরে ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে তবে গত নভেম্বরে জেনেভায় পরমাণু বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে যে চুক্তি সই হয়েছে তা বাতিল হয়ে যাবে। মার্কিন সিনেট সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, 'পরমাণু অস্ত্র মুক্ত ইরান আইন' বিলটিতে সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে ৫৪ জন এরই মধ্যে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার আরও দুজন বিলটিতে সমর্থন জানালে মোট সংখ্যা দাঁড়ায় ৫৬ জনে। তবে এটা এখনো নিশ্চিত নয় যে কবে নাগাদ বিলটি সিনেটে উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে। ওবামার সিদ্ধান্তে আপত্তি জানাতে হলে সিনেটে বিলটিকে দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে। এদিকে এ বছরের শেষ নাগাদ বা আগামী বছর ইরান যদি পরমাণু বিষয় নিয়ে কোনো চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে না পারে সেক্ষেত্রেও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ওয়েবসাইড।

সর্বশেষ খবর