শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

কিরণের মুখে মোদীর প্রশংসা

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ কিরণ বেদী। টিম আন্নার সদস্য এবং প্রাক্তন এই আইপিএস একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখেছেন, স্থিতিশীল, সুশাসিত এবং দায়িত্বশীল সরকার গঠনের জন্য নরেন্দ্র মোদীকে ভোট দেব। আমার মনে হয়, যারা দুর্নীতিমুক্ত ভারত চান, তারা আর কংগ্রেসকে ভোট দেবেন না। দেশে স্থায়ী সরকার চালানোর জন্য অভিজ্ঞতা দরকার। উল্লেখ্য, এর আগেও গত বছরের অক্টোবরে আহমেদাবাদে মোদীর প্রশংসা করেছিলেন বেদী। মোদীকে কাজের মানুষ আখ্যা দিয়ে বেদী বলেছিলেন, মোদীর আমলে গুজরাটের চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে বিজেপি মোদীকে তুলে ধরায় ভোটারদের কাছে বাছাই করাটা অনেক সহজ হয়ে গেল। এদিন মোদীর প্রশংসার পাশাপাশি নাম না করে একদা সহযোদ্ধা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকেও আক্রমণ করে বেদী বলেছেন, দেশের স্থিতিশীলতার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর