শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

১৮০০ নতুন বসতির ঘোষণা ইসরায়েলের

ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আরও ১৮০০ নতুন বসতবাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। বসতি স্থাপন পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ এ কথা জানায়। পিস নাউ মুখপাত্র লিওর আমিহাই বলেন, আবাসন মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা সম্প্রসারিত পূর্ব জেরুজালেমে ১ হাজার ৭৬ ইউনিট এবং অধিকৃত পশ্চিম তীরে ৮০১ ইউনিট নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করেছে।

আমিহাই জানায়, আবাসন মন্ত্রণালয় গতকাল সকালে এ পরিকল্পনার কথা ঘোষণা করে। তিনি বলেন, অধিকাংশ ইউনিট নির্মাণ করা হবে পশ্চিম তীরের বিদ্যমান এফরাত ও এরিয়েল আবাসন এবং পূর্ব জেরুজালেমের রামাত স্লমো, বামোত ও পিসগাত জিভ আবাসনে। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর