শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ইরানবিরোধী বিলে কংগ্রেসকে সতর্ক করল হোয়াইট হাউস

ইরানবিরোধী বিলে কংগ্রেসকে সতর্ক করল হোয়াইট হাউস

কয়েকজন মার্কিন সিনেটরের প্রস্তাবিত ইরান বিরোধী বিলের প্রতি সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট ওবামার মুখপাত্র জে কার্নি। গত কয়েক মাস ধরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন এসব সিনেটর।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে জে কার্নি জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দশকব্যাপী চলমান সংকট নিরসনে সম্প্রতি যে চুক্তি হয়েছে, নতুন অবরোধে তা ভেস্তে যেতে পারে।

কার্নি আরও জানান, ওবামা প্রশাসন মনে করে না যে, এ আইন কার্যকর হবে এবং প্রেসিডেন্ট এ প্রস্তাবনায় ভেটো দেবেন বলেও সতর্ক করেন তিনি।  কার্নি আরো বলেন, 'আমরা এখনও আশাবাদী যে, চলমান সমঝোতায় ব্যাঘাত ঘটাবে এমন বিল কংগ্রেস পাস করবে না। আমরা মনে করি, এ বিল পাস হবে না, আর হলেও ওবামা তাতে ভেটো দেবেন।'

উল্লেখ্য, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনডেজ ও সিনেটর মার্ক ক্রিক ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেন। সম্প্রতি ৫৯ জন সিনেটর সে প্রস্তাবে সমর্থন দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর