রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ইসরায়েলকে যুদ্ধের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন হিলারি

ইরানের ওপর একতরফা হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছিলেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে। আর এ তথ্য প্রকাশ করেছেন মার্কিন দুই সাবেক কর্মকর্তা। তারা জানান, ২০১০ সালে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েল উঠেপড়ে লেগেছিল এবং সে সময় হোয়াইট হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন থাকলেও বৈঠকে হিলারি হামলার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছিলেন।

ওই সময় ইসরায়েলকে হামলা থেকে বিরত থাকার কথা না বলে বরং হিলারি তেলআবিবকে জানিয়েছিলেন যে, এ ধরনের হামলার ঘটনায় ইসরায়েলের সমস্যাকে যুক্তরাষ্ট্র নিজের সমস্যা বলে গণ্য করবে। দুই কর্মকর্তার মধ্যে একজন জানান, হিলারি ক্লিনটন ঠিক হামলার বিষয়টি অনুমোদন করেননি; শুধু বলেছিলেন, ইরানের ওপর হামলা একটা অপশন হতে পারে। অবশ্য, ওবামা প্রশাসনের পক্ষ থেকে হিলারির এ বক্তব্য তেমন কোনো সমর্থন পায়নি বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। আইআরআইবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর