রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

নিউজিল্যান্ডের দিকে ধেয়ে আসছে সাইক্লোন জুন

প্রশান্ত মহাসাগরে একটি নতুন গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সৃষ্টি হয়েছে। শক্তি সঞ্চয় করে এটি দক্ষিণের নিউ ক্যালেডোনিয়া ও নিউজিল্যান্ডের দিকে ধেয়ে আসছে। গতকাল আবহাওয়া পূর্বাভাসকারীরা জানান, সাইক্লোন 'জুন'-এর গতিপথে থাকা সব জাহাজকে সতর্ক করা হয়েছে। ঝড়ের প্রভাবে সমুদ্র ফুঁসে উঠতে পারে ও প্রবল বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সলোমন দ্বীপপুঞ্জের কাছে কোরাল সমুদ্রে এক নম্বর ক্যাটাগরির সাইক্লোনে রূপ নেওয়া 'জুন' রবিবার নিউ ক্যালেডোনিয়া ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী নরফোক দ্বীপে আঘাত হানার আগে ক্যাটাগরি দুই সাইক্লোনে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর