রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মুরসি এখনো মিসরের বৈধ প্রেসিডেন্ট : এরদোগান


মুরসি এখনো মিসরের বৈধ প্রেসিডেন্ট : এরদোগান

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান মিসরের সেনা সরকারের সমালোচনা করে বলেছেন, মোহাম্মদ মুরসি এখনো দেশটির বৈধ প্রেসিডেন্ট। মুরসির অপসারণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, মুরসিকে অপসারণের ঘটনাটি হচ্ছে একটি সামরিক অভ্যুত্থান।

এ সমালোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুরসির প্রতি সমর্থন এবং মিসরের বর্তমান সরকার নিয়ে তুর্কি প্রধানমন্ত্রীর এ সমালোচনা দু’দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। উল্লেখ্য, মুরসির অপসারণের পর থেকেই তুরস্ক-মিসরের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বজায় রয়েছে।

সর্বশেষ খবর