শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

রাশিয়ার ওপর অবরোধ আরোপের হুমকি

মস্কো যে পথে হাঁটছে খেসারত দিতে হবে

ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ভেঙে রাশিয়াতে অন্তর্ভুক্তির প্রচেষ্টা থেকে বিরত না থাকলে রাশিয়ার ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে পশ্চিমা দেশগুলো। ক্রিমিয়া ইউক্রেনের সঙ্গেই থাকবে নাকি রাশিয়ার অংশ হবে রুশভাষী ক্রিমিয়ার অধিবাসীরা সেটি নিয়ে গণভোটে অংশ নেবে রবিবার।

অবিলম্বে সেই গণভোট বন্ধে করতেও হুমকি এসেছে পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন এই গণভোট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তিনি আরও বলেছেন মস্কো যে পথে হাঁটছে তা চালিয়ে গেলে তার খেসারত তাদের অবশ্যই দিতে হবে। ইউক্রেন-রাশিয়া বিবাদ মেটাতে পথ খোঁজার অংশ হিসেবে ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হোয়াইট হাউজে ওবামার সঙ্গে দেখা করেছেন। সেখানে দ্বিপাক্ষিক আলাপের পরই এমন বক্তব্য দিলেন বারাক ওবামা।

ওদিকে, ইউরোপীও ইউনিয়ন এবং জি-৭ ভুক্ত দেশগুলো আগেই জানিয়ে দিয়েছে গণভোট অনুষ্ঠিত হলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দীতে এসে স্বাধীন ইউক্রেনের মাটিতে রাশিয়ান সেনা একেবারেই অগ্রহণযোগ্য। ইউরোপের সঙ্গে একটি চুক্তি বাতিল করা নিয়ে গত নভেম্বরে ইউক্রেনে যে আন্দোলনের শুরু হয় তারই ধারাবাহিকতায় পতন ঘটেছে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের। বিবিসি।

সর্বশেষ খবর