শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা
সারদা কেলেঙ্কারি

মামলা তদন্তে সিবিআই, চাপে তৃণমূল

ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা সারদা মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের নির্দেশ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। এ মামলায় পশ্চিমবঙ্গে সিবিআইর তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি টি এস ঠাকুর ও সি নাগাপ্পানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয় : পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও উড়িষ্যা- এ চার রাজ্য জুড়ে যেখানে ২৫ লাখের বেশি আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১০ হাজার কোটি রুপির বেশি আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার সঙ্গে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব-নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে। তাই সেদিক বিবেচনা করেই এ নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে বলা হয়েছে- এ চার রাজ্যের সারদাসংক্রান্ত সব মামলাই সিবিআই তদন্তের আওতায় আসবে।

সারদা কাণ্ড নিয়ে মামলা গত বছরের ২০ মে সুপ্রিম কোর্টে ওঠে। ১৬ এপ্রিল এ মামলার শুনানি শেষ হয়। পরে আদালত এর তদন্তভার সিবিআইকে দিলেন। অবশ্য ইতিমধ্যে সারদা কাণ্ডে ত্রিপুরা, আসাম রাজ্যে সিবিআই তদন্তের কাজ শুরু করে দিয়েছে। কিন্তু সিবিআই তদন্তের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই আদালতকে বলা হয়েছিল, সিবিআই তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই। সারদা কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সারদার সর্বময় কর্তা সুদীপ্ত সেন, তার স্ত্রী পিয়ালী সেন, সংস্থার অন্যতম কর্তা দেবযানী, কুনাল ঘোষসহ একাধিক ব্যক্তি। রাজ্যে শেষ পর্বের লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের এ রায়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা চাপে পড়ে গেল বলেই মনে করা হচ্ছে। কারণ শেষ দফার ভোটে যে এ রাজ্যের ১৭টি কেন্দ্রে নির্বাচন এবং যে জেলাগুলোয় ভোট হতে চলেছে সেখানের বাশিন্দারাই সারদা রুপি গচ্ছিত রেখে বেশি প্রতারিত হয়েছেন। সে ক্ষেত্রে এসব অঞ্চলের মানুষের ভোট কতটা তৃণমূলের বাঙ্ েপড়বে তা নিয়ে সন্দেহ আছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর