শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

ক্ষমতায় থাকলে মোদিকে কোমরে দড়ি দিয়ে জেলে পাঠাতাম: মমতা

ক্ষমতায় থাকলে মোদিকে কোমরে দড়ি দিয়ে জেলে পাঠাতাম: মমতা

শেষ দফা নির্বাচনের আগে ফের চড়া সুরে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেলন মমতা বন্দ্যোপাধ্যায়। শূক্রবার বহরমপুরে একটি প্রচার সভায় মমতা বলেন, 'কংগ্রেসের কোনো ক্ষমতা নেই। তারা দুর্নীতিতেই ব্যস্ত। বিজেপির সঙ্গে গট-আপ ম্যাচ খেলে কেন্দ্রে ক্ষমতায় টিকে ছিল। আমি ক্ষমতায় থাকলে কোমরে দড়ি দিয়ে মোদিকে জেলে পাঠাতাম।'

তিনি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো নিয়ে বলেন, 'আমার সংখ্যালঘু ভাই-বোনদের বলেছে ১৬ মে-র পর বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। মুখ্যমন্ত্রী হয়েও দেশের আইন ঠিকভাবে জানেন না তিনি। কেন্দ্রের ক্ষমতায় এলেও রাজ্য সরকারের সিলমোহর ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমি মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী। আমার রাজ্যে এ সব চলবে না।'

শুধু মোদি নন, তার আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেস, সিপিএমও। তিনি আরও বলেছেন, কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল। বিজেপি দাঙ্গাবাজ আর সিপিএম ৩৪ বছর ধরে বাংলাকে ধ্বংস করেছে। তার দাবি, এবারে কেন্দ্রীয় সরকার গঠনে তৃণমূল শুধু গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবে না, সরকার গড়বে। -সংবাদ সংস্থা।

সর্বশেষ খবর