শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

কুপোকাত কংগ্রেস

কুপোকাত কংগ্রেস

ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটকে নাকানি-চুবানি খাইয়ে ভারতে সরকার গঠন করতে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এর মধ্য দিয়ে প্রায় তিন দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে কোনো জোট। সাম্প্রদায়িক দাঙ্গার জন্য কুখ্যাত গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে বিজেপির ভোটযুদ্ধে বিপুল বিজয়ের খবরে কট্টরপন্থি এ নেতার প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর রাজীব গান্ধীর নেতৃত্বে ১৯৮৪ সালে ৫৩৩ আসনের মধ্যে ৪১৪টি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে কংগ্রেস জোট। এর পর দিলি্লতে প্রতিটি সরকার গঠিত হয়েছে আঞ্চলিক ও জাতপাতের ভিত্তিতে গড়ে ওঠা বিভিন্ন দলের সমর্থনে। আর এদের মধ্যে সমঝোতার অভাবে কয়েকটি সরকার মেয়াদ পূর্ণ করার আগেই ভেঙে যায়। এনডিটিভি জানিয়েছে, ৫৪৩টি আসনের মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী এনডিএ জোট পেয়েছে ৩৩৬টি আসন, যার মধ্যে বিজেপি একাই জিতেছে ২৮৪টিতে। বিজেপির জোটসঙ্গী 'কট্টর হিন্দুত্ববাদী' রাজনৈতিক সংগঠন শিবসেনা জয় পেয়েছে ১৯টি আসনে। আরেক জোটসঙ্গী অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি পেয়েছে ১৩টি আসন।

দিলি্লতে লোকসভার সাত আসনেই জয় পেয়েছে বিজেপি। আম আদমি পার্টি (আপ) আছে দ্বিতীয় অবস্থানে। আর কংগ্রেসের অবস্থান তৃতীয়। দুই-দুইবার নির্বাচনে জয়ী কংগ্রেসের ইউনিয়ন মন্ত্রী কপিল সিবাল এবার চাঁদনী চক আসন থেকে লড়াই করে পেয়েছেন তৃতীয় অবস্থান। একই আসনে আপ প্রার্থী আশুতোশকে পেছনে ফেলে জয়ী হয়েছেন দিলি্লর বিজেপি প্রধান হর্ষবর্ধন। ১০ বছর ভারত শাসন করার পর জনপ্রিয়তা কমে কংগ্রেস এবার বিশাল ব্যবধানে ধরাশায়ী। নয়াদিলি্লর আসনে কংগ্রেস প্রার্থী অজয় চলে গেছেন তৃতীয় অবস্থানে। প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আসনে জয় পেয়েছেন বিজেপির উদিত রাজ। আর কংগ্রেসের কৃষ্ণ তিরথকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে আছেন আপের রাখি বিরলা।

 

সর্বশেষ খবর