শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

সরকার বদলের প্রভাব ভারতের পুঁজিবাজারে

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ের প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে। আইএএনএসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বেলা ১১টার দিকে ভারতের শেয়ারবাজারের সূচক বেড়েছে প্রায় আড়াই হাজার পয়েন্ট। মুম্বাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ২৩ হাজার ৯০৫ দশমিক ৬ পয়েন্ট থেকে এক লাফে বেড়ে ২৫৩৭৫.৬৩ পয়েন্টে দাঁড়ায়। ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয় দফা ভোট গ্রহণের পর গতকাল স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় সকাল সোয়া ১০টা পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোটের সাফল্যের প্রভাবেই শেয়ারবাজারের এই আকস্মিক বৃদ্ধি।

 

সর্বশেষ খবর