শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

আনন্দে মাতোয়ারা বিজেপি নেতা-কর্মীরা

ভারতের রাজধানী দিল্লির অশোকা রোডের বিজেপি কেন্দ্রীয় কার্যালয় এখন নির্বাচনের বিজয়ের আনন্দে উৎসবে মেতে উঠেছে। বিজেপির কার্যালয়ে ছাড়িয়ে অশোকা রোডে ছড়িয়ে পড়েছে এ আনন্দ উৎসব। উৎসবের আয়োজন প্রস্তুতি সবই ছিল। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে ফল পাওয়ার। গতকাল সকালে ভোট গণনা শুরুতেই প্রতিপক্ষের চেয়ে গুণিতক হারে এগিয়ে যেতে থাকে বিজেপি। আর সঙ্গে সঙ্গে নাচতে থাকে বিজেপি কার্যালয়। চারদিক থেকে আসতে থাকে বিজেপির হাজার হাজার কর্মী সমর্থক। বেলা ১০টা নাগাদ পোস্টাল ব্যালটের ফল গণনায় বিজেপির জয়-জয়কার শুরু হয়ে যায়। স্পষ্ট হয়ে উঠে এনডিএ নয়, খোদ বিজেপিই ৩০ বছরের ইতিহাস ভেঙে লোকসভা নির্বাচনে একক দল হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। আর অপেক্ষা কেন? শুরু হয়ে যায় ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকদের বিজয় উদযাপন। সারা দেশের মতো রাজধানীতেও রাস্তায় নেমে আসে কর্মী-সমর্থকরা। আতশবাজি, স্লোগান আর ড্রামের আওয়াজে দিলি্ল মুখরিত হয়ে উঠে। কার্যালয় সংলগ্ন সামনের রাস্তাটি তাদের জন্যই বরাদ্দ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এ সড়কটি পরিণত হয় নেতা-কর্মীদের উৎসবের মাঠে। আতশবাজি পুড়িয়ে আর ঢোলের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে উঠে গেরুয়া শিবির। একের পর এক আতশবাজি পুড়তে থাকে। কর্মীদের হাতে প্ল্যাকার্ড আর বুকে মোদির ছবি সম্বলিত পোশাক। চারদিকে উড়ছে দলের গেরুয়া ও সবুজ রঙের পতাকা। ভোটের ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবারই বড় পর্দায় ফল দেখার ব্যবস্থা করা হয় বিজেপি কার্যালয়ে। এএফপি।

 

সর্বশেষ খবর