শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

টুইটারেও জয়ী মোদি

টুইটারেও জয়ী মোদি

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরটি টুইটারে দিয়ে সেখানেও আরেক রেকর্ড গড়লেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'ভারতের বিজয় হয়েছে। শুভদিন আসছে।' গতকাল এমন অভিব্যক্তি দিয়ে টুইটারে অনুসারীদের বিজয়ের খবর দেন মোদি। এনডিটিভি জানায়, রেকর্ডের খবর নিয়ে যখন তার স্টোরি লিখছেন ঠিক সেই মুহূর্তেও মোদির টুইট রিটুইট হয়েছিল ৩৯ হাজার ৭৪২ বার। তখন মোদির পোস্ট পছন্দ সূচক ক্লিক করেছেন ২১ হাজার ৬৯১ জন। টুইটার ইন্ডিয়ার নিজস্ব অ্যাকাউন্ট থেকে বলা হয়, ভারতের ইতিহাসে মোদির ওই পোস্ট ইতিমধ্যেই তাদের অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। অর্থাৎ এর আগে কারও পোস্টে এত অল্প সময়ে অধিক সাড়া পাওয়া যায়নি। নয় পর্বে অনুষ্ঠিত পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল শুক্রবার প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। গণমাধ্যমের জরিপগুলোকে বাস্তবে রূপ দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত হয় মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। জিতলে দলের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে মোদির নাম আগেই ঘোষণা করে রেখেছিল বিজেপি। এক মাসেরও অধিক সময় ধরে চলা নির্বাচন প্রক্রিয়াজুড়ে বার বার উঠেছে মোদির নাম।

 

সর্বশেষ খবর