শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

রাশিয়ার বিরুদ্ধে অারো নিষেধাজ্ঞার হুমকি ওবামার

 রাশিয়ার বিরুদ্ধে অারো নিষেধাজ্ঞার হুমকি ওবামার

ইউক্রেন সংকট ঘিরে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ফোনালাপে ওবামা এ বাড়তি নিষেধাজ্ঞার কথা বলেন। এ সময় ওবামা আগামী ২৫ মে অনুষ্ঠেয় ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনার প্রশংসা করেন।

প্রেসিডেন্ট ওবামা বলেন, “রাশিয়া ইউক্রেন পরিস্থিতি আরো অস্থিতিশীল করতে চাইলে এবং  উস্কানিমূলক তৎপরতা বন্ধ না করে তাহলে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

এছাড়া ওবামা ও ওলাঁদ নাইজেরিয়ার ২ শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ ও জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আঞ্চলিক হুমকি নিয়েও আলোচনা করেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বলেছেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না দিলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সর্বশেষ খবর