রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

ব্রাদারহুডের ১৮৩ নেতাকর্মীর মৃত্যুদণ্ডের অনুমোদন

মিসরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের আরও ১৮৩ নেতাকর্মীকে ফাঁসির নির্দেশ দিয়েছে। দক্ষিণ মিসরের মিনয়া আদালত গতকাল এ রায় ঘোষণা করে। গতবছর পুলিশ স্টেশন আক্রমণ করায় তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় বলে দেশটির এক শীর্ষস্থানীয় আইনজীবী জানান। এদিকে, ২০১৩ সালে সংঘটিত এক প্রাণঘাতী সংঘর্ষে জড়িত থাকার দায়ে আরেকটি মামলার রায়ে বৃহস্পতিবার মোহাম্মদ বাদাইসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার মুরসি সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাইয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পথ ধরে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরের সেনাবাহিনী। তারপর থেকে ইসলামপন্থি সংগঠনটির বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করে সরকার। বিবিসি।

সর্বশেষ খবর