রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা
আফগান পরিস্থিতি

নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত

নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর সমর্থকরা কাবুলে বিক্ষোভ মিছিল করেছেন গতকাল। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সারা দেশে গোলযোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ বিক্ষোভ হলো। এদিকে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ ভোট গণনা বর্জন করেছেন। ফলে আফগানিস্তানে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। আবদুল্লাহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি, বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই ও নির্বাচন কর্তৃপক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেছেন। তবে কাবুলে তার শতর শত সমর্থকের বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ। এএফপি।

 

 

সর্বশেষ খবর