রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলো \\\'ইনকা নান রোড\\\'

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলো \\\'ইনকা নান রোড\\\'

ল্যাটিন আমেরিকার ইনকা সাম্রাজ্যের তৈরি 'ইনকা কাপাক নান রোড' নামে একটি সড়ক ব্যবস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবিষয়ক কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  ইনকা সভ্যতার এ রোডটি দক্ষিণ আমেরিকার ছয়টি দেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। খবর বিবিসির

ইউনেস্কো ইনকা নান রোডটিকে ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলে বর্ণনা করে এটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা ও সংরক্ষণের কথা এক বিবৃতিতে জানিয়েছে।

ইনকাদের এ সড়ক ব্যবস্থাটি উত্তরে আধুনিক কলম্বিয়া থেকে শুরু হয়ে পেরু, ইকুয়েডর ও বলিভিয়া হয়ে দক্ষিণে আর্জেন্টিনা ও চিলি পর্যন্ত প্রায় ৩০ হাজার কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত।

শত শত বছরের পরিক্রমায় সড়কটি গড়ে উঠেছিল। ষোলশ শতাব্দীতে স্পেনিশরা যখন লাটিন আমেরিকায় পৌঁছেছিল তখন তারা এটি ব্যবহার করত। মূলত ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষার কাজে তারা সড়কটি ব্যবহার করতো। ইনকা সাম্রাজ্যের রাজধানী কুসকোর সঙ্গে সাম্রাজ্যের দূরবর্তী এলাকাগুলোর সংযোগ তৈরিতে সড়ক ব্যবস্থাটি ব্যবহার করা হতো।

সর্বশেষ খবর