বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শেষ: হামাস

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শেষ: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কায়রোয় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শেষ হয়ে গেছে। এ নিয়ে ইহুদিবাদী সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নেই।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড সংঠনের রাজনৈতিক শাখার নেতাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কায়রো থেকে দেশে ফেরার আহ্বান জানিয়েছে। কাসসাম ব্রিগেড বলেছে, ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, “মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল তা কার্যত শেষ হয়ে গেছে। আমরা ফিলিস্তিনি প্রতিনিধিদলকে আলোচনা থেকে প্রত্যাহার করার জন্য বলেছি এবং তারা যেন ফিরে না আসেন।”  

তিনি বলেন, শত্রুরা অল্প কিছু দাবির মুখে যুদ্ধবিরতির সুবর্ণ সুযোগ হাতছাড়া করল। কিন্তু আজকের পর থেকে তাদেরকে এর মূল্য দিতে হবে।

গত মঙ্গলবার রাতে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার নিরীহ জনগণের ওপর হামলা চালায়। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ২৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হামাস ১৭৫টি রকেট ছুঁড়েছে ইসরায়েলের ভেতরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর