বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

'কাশ্মীর সীমান্তের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ'

কাশ্মীর সীমান্তের বর্তমান পরিস্থিতি ১৯৭১ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে দাবি করলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান-ভারত লড়াইয়ের পর এত ভয়াবহ আন্তঃসীমান্ত লড়াই আর হয়নি বলে উল্লেখ করেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক ডি কে পাঠক। গতকাল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এনডিটিভি।

সর্বশেষ খবর