বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

কৃষ্ণ সাগরের দিকে ন্যাটোর ২ রণতরী

কৃষ্ণ সাগরের দিকে ন্যাটোর ২ রণতরী

কৃষ্ণ সাগরের দিকে এগিয়ে চলেছে মার্কিন নৌ বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং ফরাসি নৌ বাহিনীর একটি ফ্রিগেট। আগামী সপ্তাহে ন্যাটোর এ দুই রণতরী কৃষ্ণ সাগরে ঢুকবে বলে কূটনৈতিক ও সামরিক সূত্র থেকে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ সূত্র জানিয়েছে, মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস রোস এবং ফরাসি ফ্রিগেট কমান্ড্যান্ট বিরোত আগামী মাসের ৩ তারিখে কৃষ্ণ সাগরে ঢুকবে।

কৃষ্ণ সাগরে বর্তমানে ন্যাটোর একটি মাত্র নজরদারি জাহাজ রয়েছে। ফরাসি নৌ বাহিনীর এ রণতরীটি আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত ওই এলাকায় থাকবে। এ ছাড়া, মার্কিন রণতরী ইউএসএস ভেল্লা গালফ ৭ আগস্ট থেকে কৃষ্ণ সাগরে টহল দিয়েছে এবং সম্প্রতি এটি বন্দরে ফিরে গেছে।

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে কৃষ্ণ সাগরে ন্যাটো রণতরীর উপস্থিতি বাড়ছে। জুলাই মাসে এ এলাকায় একযোগে ন্যাটোর নয়টি রণতরী টহল দিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এ এলাকায় ন্যাটোর এতো রণতরী আর একযোগে টহল দেয়নি।

কিন্তু কৃষ্ণ সাগরে ন্যাটোর উপস্থিতি এ অঞ্চলের উত্তেজনা কমাতে সহায়তা করছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ খবর