বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
ইউক্রেন সংকট

পুতিন-পরোশেঙ্কোর সাক্ষাৎ

পুতিন-পরোশেঙ্কোর সাক্ষাৎ

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কোর মধ্যে সাক্ষাৎ হয়েছে। গতকাল বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেন সংকট নিয়ে এক সম্মেলনের শুরুতে দুই নেতা পরস্পরের সঙ্গে হাত মেলান। খবর বিবিসির

সম্মেলনে পরোশেঙ্কো দেশটির পূর্বাঞ্চলে চলমান লড়াই বন্ধের লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরির কথা জানান। অপরদিকে, পুতিন দেশ দুটির মধ্যে সংলাপ আয়োজনের ব্যাপারে সহযোগিতার কথা জানান। তবে পূর্বাঞ্চলে চলমান লড়াই বন্ধ করা ইউক্রেনের বিষয় বলে তিনি জানান।

পুতিন ও পরোশেঙ্কোর মধ্যে এই প্রথম ইউক্রেন সংকট নিয়ে সরাসরি কথা হলো।  মিনস্ক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন নেতারাও অংশ নিচ্ছেন।
 

সর্বশেষ খবর