শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

চীনের সঙ্গে ঘনিষ্ঠ নৌ প্রতিরক্ষা সম্পর্ক চায় ইরান

চীনের সঙ্গে ঘনিষ্ঠ নৌ প্রতিরক্ষা সম্পর্ক চায় ইরান

ইরান বন্ধুপ্রতীম চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ও সমুদ্র খাতে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী। এ কথা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

রাজধানী বেইজিংয়ে চীনা নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল উ শেংলির সঙ্গে বৈঠকের সময় তিনি এ আগ্রহ ব্যক্ত করেন।

হাবিবুল্লাহ সাইয়্যারি বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাসবাদ এবং জলদস্যুতা বন্ধে দু দেশের মধ্যে ঘনিষ্ঠ নৌ নিরাপত্তা প্রতিষ্ঠা করা জরুরি।

বৈঠকে ইরান ও চীনের কর্মকর্তারা দু দেশের নৌ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, গভীর সমুদ্রে দু দেশের নৌবাহিনীর মহড়া অনুষ্ঠানের কথাও বলেন।

এদিকে, চীনা প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন ইরানের নৌবাহিনীর প্রধান হাবিবুল্লাহ সাইয়্যারি। এ সময় তিনি চীনের সঙ্গে নৌ সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বিষয়ে ইরানের প্রস্তুতির কথা তুলে ধরেন।

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৪/জান্নাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর