শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে শিশুর সংখ্যা সর্বোচ্চ

অবিশ্বাস্য হলেও সত্য যে, যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা গত ২০ বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি। 'জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন' এর সর্বশেষ গবেষণা জরিপের উদ্বেগজনক এসব তথ্য গত বুধবার আমেরিকার মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জরিপে উদঘাটিত হয়েছে যে, ২৫ ভাগ শিশুই প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না। এখনো ৭০ লাখ শিশুর স্বাস্থ্যবীমা নেই। শুধু তাই নয়, দৈনিক গড়ে গুলিবিদ্ধ হয়ে ৫ জন শিশুর প্রাণ ঝরে যাচ্ছে। প্রতি ৭ ঘণ্টায় একজন করে শিশু মারা যাচ্ছে অবহেলা অথবা নির্যাতনের শিকার হয়ে। 'যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাশালী এবং সবচেয়ে ধনীদের বসবাসের ভূমিতে শিশুদের এমন নাজুক অবস্থার বিষয়টি আলোর নিচে অন্ধকারের মতো'। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর