শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কানাডা হামলায় 'আইএস' জড়িত নয়

অটোয়ায় পার্লামেন্টে হামলাকারীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে কানাডা সরকার। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বায়ার্ড বিবিসিকে বলেন, মাইকেল জেহাফ-বিবেউ হঠাৎই বদলে গিয়েছিলেন। কিন্তু তিনি চরম ঝুঁকিপূর্ণ মানুষদের তালিকায় ছিলেন না। জেহাফ বিবেউ বুধবার অটোয়ার ওয়ার মেমোরিয়ালে গুলি চালিয়ে এক সেনাকে হত্যা করেন। পরে পার্লামেন্ট ভবনের কাছে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হন তিনি। পুলিশ পার্লামেন্ট ভবনে হামলাকারীর হামলার ভিডিও প্রকাশ করেছে। বিবিসি।

সর্বশেষ খবর